ঢাকা: জীবন বাজি রেখে রাজধানী নাইরোবিরওয়েস্টগেট শপিংমল অভিযানে অংশ নিয়েছিলেন কেনিয়ার সেনারা। টানা তিনদিন লড়াই চালার পর ওয়েস্টগেটের নিয়ন্ত্রণ নেন সেনারা।
২১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলায় ব্যাপক লুটপাট হয়। স্বর্ণের গহনা, দামি জিনিসপত্রাদি, নগদটাকাসহ অনেক মূল্যবান জিনিস উধাও হয়ে যায় শপিংমল থেকে।
ওই হামলায় জড়িতদের চিহ্নিত করতে শপিংমলের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ। সিসির ফুটেজে বেরিয়ে এসেছে অভিযানে অংশ নেওয়া কয়েক সেনা সদস্যের ভিতরের রূপ।
লোভ সামলানে না পেরে কয়েক সেনা সদস্য পকেটে পুড়েছেন টাকা, র্স্বণের গহনাসহ অনেক কিছু। অনেকে সন্ত্রাসীদের মোকাবেলার চেয়ে ব্যস্ত ছিলেন লুটপাটে।
ফুটেজ দেখে বড্ড লজ্জিত হয়ে পড়েছে কেনিয়ার সামরিক বাহিনী। লুটকারী সেনা সদস্যদের চিহ্নিত ও শাস্তি দিতে জনগণের সহায়তা চেয়েছে সামরিক বাহিনী।
এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।
অভিযুক্তদের খুঁজে বের করতে অভিযানও শুরু করেছে সামরিক বাহিনী। কোনো সেনা সদস্য দোষীসাব্যস্ত হলে তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে।
২১ সেপ্টেম্বর নাইরোবির ওয়েস্টগেট শপিংমলে হামলা চালায় সোমালিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব। ওই হামলায় ৭২ জন নিহত ও অনেকে আহত হয়। এদের মধ্যে ৬৬ জন বেসামরিক লোক ও ৬ জন সেনা সদস্য।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৩
এসএফআই/এসআরএস