ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তান হত্যার দায়ে মায়ের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৩
সন্তান হত্যার দায়ে মায়ের ১৫ বছরের কারাদণ্ড

ঢাকা: সন্তানকে অনাহারে রেখে হত্যা ও লাশ মমি করে রাখার অপরাধে যুক্তরাজ্যে এক নারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমান্ডা হাটন নামের ৪৩ বছরের ওই নারী বৃহস্পতিবার ব্র্যাডফোর্ট আদালতে দোষী সাব্যস্ত হন।

চার বছরের ছেলেকে হত্যার দায়ে শুক্রবার তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। হত্যা, সন্তান পালনে অবহেলা এবং মৃত সন্তানের সৎকার না করার দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।

আদালতে বিচারক নেশাগ্রস্থ হাটনকে ছেলেমেয়েদের জন্য ‘ভয়ংকর’ উল্লেখ করে বলেন,  তিনি সন্তানের মৌলিক দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছেন যার ফলে সন্তানের মৃত্যু হেয়েছে।

২০০৯ সালে ডিসেম্বরে অপুষ্টিতে মারা যায় আমান্ডা হাটন। তারপর ২০১১ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাকে বেডরুমে খাটের নিচে মমি করে লুকিয়ে রাখা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা. অক্টোবর ০৪, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।