ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উড়িষ্যায় পাইলিনের ধ্বংসযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
উড়িষ্যায় পাইলিনের ধ্বংসযজ্ঞ

ঢাকা: শনিবার রাত পৌনে দশটার দিকে ভারতের উড়িষ্যার গোপালপুরে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় পাইলিন। রোববার সকাল পর্যন্ত এর আঘাতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শনিবার সন্ধ্যায় পাইলিনের প্রভাবে সৃষ্ট ঝড়ে ৭ জনের প্রাণহানি হয়।



রোববার সকালে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উড়িষ্যার গোপালপুরে পাইলিনের আঘাতে বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ভেঙে গেছে বেশ কয়েকটি বেড়িবাঁধ। বিচ্ছিন্ন হয়ে গেছে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। এছাড়া, বেশ কিছু এলাকায় বিদুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোপালপুরের গাছপালাকে রাস্তার ওপর উপড়ে ফেলেছে পাইলিন। বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য যোগাযোগ খুঁটি ভেঙে পড়েছে রাস্তা কিংবা ফসল ক্ষেতের ওপর। কিছু এলাকার বাড়ি-ঘর প্রলয়ের পর দৃশ্যমান ধ্বংসযজ্ঞে রূপ নিয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সূর্য নারায়ণ সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে রোববার সকাল থেকেই উদ্ধার কাজে নেমেছে প্রশাসন।

মন্ত্রী আরও জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য জানা যাবে।

আঘাত হানার আগে ধারণা করা হয়েছিল, পাইলিনে ক্ষতিগ্রস্ত হবে ১ কোটি ২০ লাখ মানুষ। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানবে পাইলিন।

পাইলিনের ছোবল থেকে বাঁচাতে উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশের প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভারতের ২৩ বছরের ইতিহাসে মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নেওয়ার এটি সবচেয়ে বড় ঘটনা।

উদ্ধার তৎপরতার জন্য জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উদ্ধার বাহিনীর (এনডআরএফ) ২ হাজার ৩০০ সদস্য মাঠে নামানো হয়। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীকে উদ্ধার কাজে নামানো হয়।  

উদ্ধার কাজের জন্য বিমান বাহিনীর ১৮টি শপার, ১২ টি বিমান প্রস্তুত রাখা হয়। ত্রাণ কাজে উড়িষ্যায় ৬ কলাম ও অন্ধ্র প্রদেশে ৪ কলাম সৈন্য পাঠানো হয়। প্রস্তুত রাখ‍া হয় নৌ বাহিনীর দু’টি জাহাজ ও ৬০টি দল।

ক্যাটাগরি ৫ হারিকেন পাইলিনকে উড়িষ্যায় ১৯৯৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড়ের চেয়ে ভয়াবহ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৯ সালে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়।

শনিবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ঘূর্ণিঝড় পাইলিনের প্রভাবে সৃষ্ট ঝড়ে উড়িষ্যার গোপালপুর, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে শুক্রবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাইলিন আঘাত হানার আগে থেকেই দুই প্রদেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়।

এ মাসের শুরুতে থাইল্যান্ড উপসাগরে উৎপত্তি নেওয়া ঝড়টি বঙ্গোপসাগরে এসে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ৯ অক্টোবর ভারতীয় আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়টির নাম দেন পাইলিন।

ভিয়েতনামের হো চি মিন সিটির পশ্চিমে থাইল্যান্ড উপসাগরে সৃষ্ট ঝড়টি মালয় উপদ্বীপ অতিক্রম করে, ওয়েস্টার্ন প্যাসিফিক বেসিনের ওপর দিয়ে বয়ে যায় ৬ অক্টোবর। ৭ অক্টোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নতুন রূপে দেখা দেয় ঝড়টি এবং পশ্চিম-উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যায়। ৯ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিলে আবহাওয়াবিদরা এর নাম দেয় পাইলিন। পাইলিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বঙ্গোপসাগরে স্থানান্তরিত হয়।

বঙ্গোপসাগের অবস্থান নেওয়ার পর ঘূর্ণিঝড়টির দ্রত শক্তিশালী হতে থাকে এবং চোখের মতো রূপ নেয়। ১০ অক্টোবর খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওই সময় আবহাওয়াবিদরা ঝড়টিকে হারিকেন ১ ক্যাটাগরিভুক্ত করেন। ১১ অক্টোবর পাইলিনের মাত্রা বাড়লে একে হারিকেন ৪ ক্যাটাগরিভুক্ত করেন আবহাওয়াবিদরা। এর আগে ঝড়টি নতুন রূপ নেয়। ১১ অক্টোবর দিনের শেষ ভাগে পাইলিনের শক্তির মাত্রা বাড়লে ৪ থেকে বাড়িয়ে ৫ ক্যাটাগরির হারিকেন ভুক্ত করা হয়।

সাফির-সিম্পসন হারিকেন স্কেল মতে, হারিকেনের ক্যাটাগরি ৫ হচ্ছে ভয়াবহতার দিকে দিয়ে দ্বিতীয়তম। এরপরের ক্যাটাগরিটি হচ্ছে ৬।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোরব ১২, ২০১৩
এসএফআই/এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।