ঢাকা: যুক্তরাষ্ট্রের সরকারি সেবাখাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হওয়ার দশম দিন ছিল বৃহস্পতিবার। শুক্রবারও অব্যাহত রয়েছে এ অচলাবস্থা।
দেশের এমন সংকটের জন্য ক্ষমতাসীন ডেমোক্রেট ও বিরোধী রিপাবলিকান একে অপরকে দায়ী করছেন, অভিযোগ তুলছেন এক দল আরেক দলের দিকে। কিন্তু পরস্পরে কোনো আলোচনায় বসছে না।
এভাবে টানা ১০ দিন কাটার পর বৃহস্পতিবার রিপাবলিকানরা একটি পরিকল্পনার কথা বলেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা মনোযোগ দিয়ে তাদের কথা শুনেছেন। দুদলই সম্মত হয়েছে, সংকট সমাধানে আলোচনা চালিয়ে যেতে।
রিপাবলিকান পিটি সেশনস জানিয়েছেন, আমরা এখন একসঙ্গে কাজ করছি। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তিনিসহ কয়েকজন রিপাবলিকান বৈঠক করেন।
রিপাবলিকানদের উদ্যোগে স্বাগত জানিয়েছে ওবামা প্রশাসন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা এরিক কানটর বলেন, এটা ‘খুবই কার্যকরী’।
ভার্জিনিয়ার এ রিপাবলিকান আরও বলেন, ‘আজকে রাতে আমরা অনেক আলোচনা করেছি। ’ প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেছেন, ১ অক্টোবর শুরু হওয়া শাটডাউন অবসানে তারা হোয়াইট হাউজের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। তবে দুই পক্ষ আলোচনা চালালেও এখন পর্যন্ত কোনো সমঝোতায় আসতে পারেনি।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। গত অর্থবছরের শেষদিন ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত কংগ্রেসে নতুন অর্থবছরের জন্য বরাদ্দ অনুমোদনের শেষ সময় ছিল। কিন্তু অর্থ বরাদ্দ নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদের সমঝোতা না হওয়ায় দেশটির সাত লাখ সরকারি চাকরিজীবীর বেতন ছাড়াই বাধ্যতামূলত ছুটিতে যেতে হয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা (নাসা), জাতীয় পার্ক, পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থাসহ বেশ কিছু সেবা সংস্থার অধিকাংশ কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
এর আগে ১৯৯৫ ও ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সেবা খাতের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালের ১৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ও ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অজরুরি সরকারি কর্মকর্তাদের সাময়িক ছুটি প্রদান এবং অজরুরি সেবাগুলো স্থগিত রাখা হয়েছিল।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন সেবাখাতে তহবিল বরাদ্দ নিয়ে ক্ষমতাসীন ডেমোক্রেটিক ও বিরোধী রিপাবলিকান কংগ্রেস সদস্যদের দ্বন্ধের কারণে এমনটি হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
এসএফআই/জিসিপি