ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধ করেছে সিরীয় বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
মানবতাবিরোধী অপরাধ করেছে সিরীয় বিদ্রোহীরা

ঢাকা: পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ মানবতাবিরোধী অপরাধ করেছে। এবার পশ্চিমা একটি মানবাধিকার গোষ্ঠী মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধে।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বাশার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি এলাকায় হত্যাযজ্ঞ চালিয়েছে বিদ্রোহীরা।

নিউইয়র্কভিত্তিক এ সংস্থাটির দাবি, সশস্ত্র সিরীয় বিদ্রোহীরা আগস্টে লাতাকিয়া প্রদেশে হামলা চালিয়ে কমপক্ষে ১৯০ জনকে হত্যা করেছে এবং দুইশ’র বেশি লোককে জিম্মি করেছে। নিহত ও জিম্মিদের অধিকাংশই নারী ও শিশু।

এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের ১৯০ জনের জনের মধ্যে ৫৭ জন নারী, ১৮ জন শিশু ও ১৪ জন বৃদ্ধ ছিলেন। অনেকে ক্ষেত্রে পুরো কোনো কোনো পরিবারের সবাইকে গুলি করে মারা হয়েছে।

মানবাধিকার এ সংস্থার তদন্তে বেরিয়ে এসেছে, ওই অভিযানে ২০টি সশস্ত্র গোষ্ঠী অংশ নিয়েছিল। জাভাত আল-নুসরা, ইসলামিক স্টেট অব ইরাক, লেভান্তসহ হত্যাকাণ্ডের সঙ্গে জোড়ালোভাবে জড়িত ছিল পাঁচটি গোষ্ঠী। তবে পশ্চিমা সমর্থিত ফ্রি সিরিয়ান আমি ওই অভিযানে অংশ নিয়েছিল কিনা তা স্পষ্ট নয়।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জো স্টর্ক বলেছেন, এটি বদমাশ যোদ্ধাদের যেনতেন হামলা নয়, এটি ‘বেসামরিক নাগরিকদের ওপর সম্বন্বিত, পরিকল্পিত হামলা’।

সিরিয়ায় যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

প্রায় তিন বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও দায়ী করে আসছে এইচআরডব্লিউ। সিরিয়ার যুদ্ধে এক লাখেরও বেশি লোক নিহত ও লাখো লাখো লোক গৃহছাড়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।