ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

এক ইসরায়েলি নিহতের ঘটনায় পাঁচ ফিলিস্তিনি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, অক্টোবর ১১, ২০১৩
এক ইসরায়েলি নিহতের ঘটনায় পাঁচ ফিলিস্তিনি আটক

ঢাকা: ওয়েস্ট ব্যাংকে সন্ত্রাসী হামলায় এক ইসরায়েলি নিহতের ঘটনায় পাঁচ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

পুলিশ জানিয়েছে, উত্তর জর্ডান ভ্যালিতে অবসরপ্রাপ্ত কর্নেল স্রায়া অফ তার বাড়ির সামনে বিশৃঙ্খলার শব্দ শুনে বের হন।

এরপরই হামলাকারীরা তাকে খুন করে।

হামলায় তার স্ত্রীও আহত হন। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। হামলাকারীরা ফিলিস্তিনি ছিল বলে পুলিশকে জানান তিনি।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই দম্পতিকে লোহার রড ও কুড়াল দিয়ে আঘাত করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র পিটার লার্নার জানিয়েছেন, হত্যার গোয়েন্দা তদন্তে ফিলিস্তিনিদের আটক রাখা হয়েছে।

ইসরায়েলের ভাষ্যমতে এ ধরনের সন্ত্রাসী হামলায় গত মাস থেকে ওয়েস্ট ব্যাংকে তিন জন ইসরায়েলি নিহত হয়েছে। এ ঘটনার আগে দুই সেনা সদস্য নিহত হয়।

১৯৬৭ সালের যুদ্ধে জর্ডান ভ্যালি দখল করে নেয় ইসরায়েল। সেখানে তারা তাদের বসতবাড়ি নির্মাণ করে ব্যবসার প্রসার ঘটাচ্ছে। তবে এ ঘটনাকে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।