ঢাকা: লিবিয়ার বন্দরনগরী বেনগাজীতে নিযুক্ত সুইডেনের কনস্যুলেটের সম্মুখে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবশ্য, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লিবিয়ার প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বেনগাজির আল ফৌহেত জেলায় অবস্থিত সুইডিশ কনস্যুলেটের সম্মুখে শক্তিশালী বিস্ফোরণে কনস্যুলেটের একটি ভবন ও পার্শ্ববর্তী কয়েকটি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিস্ফোরণের খবর নিশ্চিত করে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ জাইদি জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিস্ফোরণের ঘটনার পেছনে কারা জড়িত এ ব্যাপারে কিছু জানা যায়নি। তাছাড়া, কেউ এ হামলার দায়ও স্বীকার করেনি।
উল্লেখ্য, গত বছরই বেনগাজিতে নিযুক্ত মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলায় এক মার্কিন কূটনীতিক ও ৩ মার্কিন নাগরিক নিহত হন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
এইচএ/আরআইএস