ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় সুইডিশ কনস্যুলেটের সম্মুখে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
লিবিয়ায় সুইডিশ কনস্যুলেটের সম্মুখে বিস্ফোরণ

ঢাকা: লিবিয়ার বন্দরনগরী বেনগাজীতে ‍নিযুক্ত সুইডেনের কনস্যুলেটের সম্মুখে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবশ্য, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে, দূতাবাসের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

লিবিয়ার প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বেনগাজির আল ফৌহেত জেলায় অবস্থিত সুইডিশ কনস্যুলেটের সম্মুখে শক্তিশালী বিস্ফোরণে কনস্যুলেটের একটি ভবন ও পার্শ্ববর্তী কয়েকটি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণের খবর নিশ্চিত করে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ জাইদি জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিস্ফোরণের ঘটনার পেছনে কারা জড়িত এ ব্যাপারে কিছু জানা যায়নি। তাছাড়া, কেউ এ হামলার দায়ও স্বীকার করেনি।

উল্লেখ্য, গত বছরই বেনগাজিতে নিযুক্ত মার্কিন কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলায় এক মার্কিন কূটনীতিক ও ৩ মার্কিন নাগরিক নিহত হন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।