ঢাকা: লিবিয়ার সাবেক শাসক কর্নেল মোয়াম্মার গাদ্দাফির শাসনামলের গোয়েন্দা প্রধানের বিচার লিবিয়ার মাঠিতে হবে হবে নির্দেশ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির এ নির্দেশের কারণে লিবিয়ায় আব্দুল্লাহ আল-সেনুসির বিচারের আর কোনো বাধা থাকল না।
২০১১ সালে সাবেক এ সামরিক গোয়েন্দা প্রধানকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে আইসিসি। গত বছর গ্রেফতারের পর মৌরিতানিয়া থেকে আল-সেনুসিকে লিবিয়ায় পাঠানো হয়েছে।
নিজ দেশের আদালতে ন্যায্য বিচার না হলে আইসিসি সে মামলার বিচার করে।
তবে এ সিদ্ধান্ত গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলামের ক্ষেত্রে কার্যকর হবে না বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি। সাইফ আল-ইসলামের বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আইসিসি।
লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় জিনতান শহরে মিলিশিয়াদের হাতে বন্দী রয়েছেন সাইফ গাদ্দাফি। গত মাসে তাকে ত্রিপোলির আদালতে হস্তান্তরে অস্বীকৃতি জানায় মিলিশিয়ারা।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
এসএফআই/এমজেডআর