ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাকিমুল্লাহর সহযোগী লতিফ আটক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩

ঢাকা: পাকিস্তানের এক জ্যেষ্ঠ তালেবান নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলছে, সামরিক অপারেশনের মাধ্যমে তাকে আটক করা হয়েছে।

আটক তেহরিক-ই-তালেবান নেতার নাম লতিফ মাসুদ।

খরব বিবিসি অনলাইনের।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মারিয়া হার্ফ আটকের খরব জানিয়ে বলেছেন, লতিফ একই সঙ্গে একজন তালেবান ও সন্ত্রাসী নেতা। তবে সামরিক অপারেশনের ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র।

মুখপাত্র বলেন, লফিত হাকিমুল্লাহর ঘনিষ্ট সহযোগী হিসেবে কাজ করতেন মাসুদ। যিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তি আলোচনার জন্য প্রস্তাব দিয়েছেন।

হার্ফ বলেন, ২০১০ সালে টাইমস স্কয়ারে বোমা হামলার ঘটনায় তালেবানরা দায়ী। এছাড়া পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনীতিকসহ বেসামরিক লোকদের ওপর তারা হামলা চালিয়েছে।

এসময় তিনি আরো বলেন, সংগঠনটি হুমকি দিয়েছে যে তারা আবারও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায়।

এদিকে, আফগানিস্তানের একটি বার্তা সংস্থা বলছে, এক সপ্তাহ আগে লতিফকে দেশটির একটি প্রদেশ থেকে আটক করা হয়। এসময় তিনি গাড়ি চালাচ্ছিলেন। একটি গোপন বৈঠক করে তিনি ফিরছিলেন বলেও ওই খবরে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
এসএআর/এসআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।