ঢাকা: ভিয়েতনামের হো চি মিন সিটির পশ্চিমে থাইল্যান্ড উপসাগরের মৌসুমী নিম্নচাপ হিসেবে প্রথমে একটি ঝড়কে সনাক্ত করা হয়।
ঝড়টি মালয় উপদ্বীপ অতিক্রম করে, ওয়েস্টার্ন প্যাসিফিক বেসিনের ওপর দিয়ে বয়ে যায় ৬ অক্টোবর।
বঙ্গোপসাগের অবস্থান নেওয়ার পর ঘূর্ণিঝড়টির দ্রত শক্তিশালী হতে থাকে এবং চোখের মতো রূপ নেয়। ১০ অক্টোবর খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ওই সময় আবহাওয়াবিদরা ঝড়টিকে হারিকেন ১ ক্যাটাগরিভুক্ত করেন। ১১ অক্টোবর পাইলিনের মাত্রা বাড়লে একে হারিকেন ৪ ক্যাটাগরিভুক্ত করেন আবহাওয়াবিদরা। এর আগে ঝড়টি নতুন রূপ নেয়। ১১ অক্টোবর দিনের শেষ ভাগে পাইলিনের শক্তির মাত্রা বাড়লে ৪ থেকে বাড়িয়ে ৫ ক্যাটাগরির হারিকেন ভুক্ত করা হয়।
সাফির-সিম্পসন হারিকেন স্কেল মতে, হারিকেনের ক্যাটাগরি ৫ হচ্ছে ভয়াবহতার দিকে দিয়ে দ্বিতীয়তম। এরপরের ক্যাটাগরিটি হচ্ছে ৬।
অতীতে আঘাত হানা ক্যাটাগরি ৫ হারিকেনগুলো হচ্ছে ১৯৩৫ সালের লেবার ডে হারিকেন, ১৯৫৫ সালের জানেট, ১৯৫৯ সালের মেক্সিকো হারিকেন, ১৯৬৯ সালের ক্যামেলি, ১৯৭৭ সালের আনিতা, ১৯৭৯ সালের ডেভিড, ১৯৮৮ সালে গিলবার্ট, ১৯৯২ অ্যান্ড্রু, ২০০৭ সালের ডিন ও ফেলিক্স।
পাইলিনের প্রভাবে থাইল্যান্ড, মায়ানমার, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তেমন ক্ষয়ক্ষতি না হলেও ভারতের অন্ধ্র ও উড়িষ্যা প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ঝড়টিকে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে চিহ্নিত করেছেন ভারতীয় আবহাওয়া বিশেষজ্ঞেরা।
হারিকেনর আঘাতে হতাহতের সংখ্যা শুন্য রাখতে পূর্বসতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে ভারতের অন্ধ্র ও উড়িষ্যা প্রদেশ সরকার। এরই মধ্যে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে সাড়ে চার লাখ মানুষকে। দুটি প্রদেশের উপকূলীয় জেলাগুলোর সরকারি কর্মকর্তাদের পুজার ছুটি বাতিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে আঘাত হানতে পারে পাইলিন। আঘাত হানার সময় পাইলিনের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, উড়িষ্যার উপকূলীয় শহর গোপালপুর থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রতি ঘণ্টায় ২০০ থেকে ২১০ কিলোমিটার বেগে এগুচ্ছে পাইলিন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
এসএফআই/এসআরএস/এসআরএস