কলকাতা: মহা উৎসাহে পশ্চিমবঙ্গে শনিবার পালিত হচ্ছে অষ্টমী পূজা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার উদ্দেশে পুষ্পাঞ্জলি দিতে জড়ো হয়েছেন পূজারীরা।
আবহাওয়া দপ্তরের ঝড় বৃষ্টির সতর্ক বার্তাকে উড়িয়ে দিয়ে অষ্টমীর আনন্দে নিজেদের ভাসিয়ে দিয়েছেন কলকাতার মানুষ।
একই অবস্থা পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। মেদনীপুর থেকে দার্জিলিং সব জায়গাতেই মানুষের উৎসাহ লক্ষ করা গেছে।
তবে উপকূলবর্তী জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা জারি করা হয়েছে। সাবধান করা হচ্ছে পর্যটকদের।
অষ্টমীর সকালে প্রথা মেনে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে ‘কুমারী পূজা’।
একটি শিশু কন্যাকে দেবীরূপে প্রতিষ্ঠা করে এই পূজা করা হয়। ঐতিহ্যবাহী ‘কুমারী পূজা’ দেখতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বেলুড় মাঠে হাজির হয়েছেন হাজার হাজার ভক্ত।
এদিকে, সপ্তমীর দিন থেকেই সারা রাত পরিসেবা শুরু করেছে কলকাতা মেট্রো রেল। চলবে দশমী পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৩
বিএস/এমআইপি/এএ/এসআরএস