ঢাকা: পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রামাল্লা শহরের কাছে বিলিন গ্রামে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইসলামিক জিহাদ’র সদস্য মোহাম্মদ আসসি নামে ওই যোদ্ধা নিহত হন।
সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লারনার দাবি করেন, গ্রেফতার অভিযানের সময় পালিয়ে গিয়ে একটি গুহা থেকে সেনা সদস্যদের সঙ্গে কয়েক ঘণ্টা গুলিবিনিময় করেন আসসি।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত বছরের ২১ নভেম্বর তেল আবিবের একটি বাসে বোমা হামলার সঙ্গে আসসি জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হয়। ওই বোমা হামলার ঘটনায় ২৯ জন ব্যক্তি নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
এইচএ/বিএসকে