ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল সন্ত্রাসীদের গোপন আস্তানায়, কোনো সেনা বিগ্রেডিয়ারের বাড়িতে নয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক রোববার এ তথ্য জানান।
উল্লেখ্য, পাকিস্তানের স্বরাষ্ট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বেনজির ভুট্টো হত্যাকা-ে জড়িত সন্দেহে একজন বিগ্রেডিয়ারসহ নয়জনের বিরুদ্ধে তদন্ত চলছে। দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন শনিবার এমন সংবাদ প্রকাশ করার একদিন পরেই রেহমান মালিক এই মন্তব্য করলেন।
এ হত্যাকা- নিয়ে ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত গণমাধ্যম কর্মীদের নিজেদের ভাবনা প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।
চমকপ্রদ এই তথ্য এতোদিন রেহমান মালিক চেপে রেখেছিলেন। এ সম্পর্কে শুধু বেনজির ভুট্টোর স্বামী ও পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি জানতেন।
উল্লেখ্য, ২০০৭-এর ২৭ ডিসেম্বর পাকিস্তানের প্রাচীন শহর রওয়ালপি-িতে নির্বাচনী জনসভায় বক্তৃতা শেষে মোটর শোভাযাত্রায় বেনজির ভুট্টোকে গুলি করে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১০