ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণ উৎসবে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জানুয়ারি ১, ২০১১
দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণ উৎসবে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ১০

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় বর্ষবরণের উৎসবে হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন মারা গেছে। শনিবার পুলিশ এ তথ্য জানিয়েছে।



রাজধানী জোহানেসবার্গ থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে এ মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুলিশের মুখপাত্র আদেরে মাইবুর্গ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে পদদলিত হয়ে ১০ জন মারা গেছে।

তিনি বলেন, ‘পুলিশের তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসবে। আমি নিহত ব্যক্তিদের সম্পর্কে এখনো কিছু বলতে পারছি না। কারণ তাদের আত্মীয়স্বজনদের বিষয়টি এখনো জানানো হয়নি। এখনো অনেককে বেশ কয়েকজনকে চিহ্নিত করা যায়নি। ’

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।