ঢাকা: ভারতে সব করমের কোমল পানীয় বিক্রি করার আগে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
দেশটির খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি বেসরকারি সংস্থার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার এই নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশক্রমে পানীয় পরীক্ষা ও বাজারজাতের বিষয়গুলো পর্যবেক্ষণ ও পরিচালনা করবে খাদ্য অধিদপ্তর।
দুই বিচারপতির বিশেষ বেঞ্চ সংবিধানের ২১ নং অনুচ্ছেদে বর্ণিত জনগণের জীবন রক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে আদেশ জারি করে বলেন, কার্বনযুক্ত (অঙ্গারের অম্লযুক্ত দ্রব্য) কোমল পানীয় বিক্রি করার আগে সেগুলো পরীক্ষা ও বাজারজাতের বিষয়গুলো পর্যবেক্ষণ করবে খাদ্য নিরাপত্তা ও মান নির্ণয় কর্তৃপক্ষ।
কোমল পানীয়গুলো জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে উল্লেখ করে ২০০৪ সালে সর্বোচ্চ আদালতে মামলাটি দায়ের করে বেসরকারি সংস্থা সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (সিপিআইএল)।
সংবাদ মাধ্যমগুলো বলছে, সর্বোচ্চ আদালতের এই যুগান্তকারী নির্দেশে দেশটির বাজারে থাকা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ পানীয়গুলোর ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে পারবে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
এইচএ/বিএসকে