ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইটিএ কারাবন্দীকে স্পেনের আদালতের মুক্তির আদেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, অক্টোবর ২২, ২০১৩
ইটিএ কারাবন্দীকে স্পেনের আদালতের মুক্তির আদেশ

ঢাকা: স্পেনে বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি ইটিএর এক কারাবন্দীর আটকাবস্থার বিরুদ্ধে ইউরোপীয় মানবাধিকার আদালতের (ইসিএইচআর) করা শুনানির সাপেক্ষে ইনেস দেল রিয়োকে মুক্তির আদেশ দিলেন স্পেনের বিচারকরা।  

৫৫ বছর বয়সী কারাবন্দী ইনেস দেল রিয়ো ১৯৮০ সালে বোমা হামলাসহ ২৩টি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে দোষী সাব্যস্ত হন।

তবে তার কারাদণ্ডের সময় শেষ হয়ে গেলেও স্পেনের আদালত তাকে মুক্তি দেয়নি। তিনি অতিরিক্ত কারাদণ্ড ভোগ করছিলেন।

স্পেনের আইন অনুযায়ী হত্যার জন্য কেউই ৩০ বছরের বেশি কারাদণ্ড ভোগ করতে পারে না। তাই দেল রিয়োর অতিরিক্ত সময় কারাদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালত সমর্থিত স্ট্রাসবার্গ মানবাধিকার আদালত শুনানি করে। শুনানির পরপ্রেক্ষিতে স্পেন জানিয়েছে, ইটিএর কারাবন্দীরা এখন বৈধভাবে মুক্ত হতে পারে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্পেনীয় আদালতকে দ্রুত দেল রিয়োর মুক্তি নিশ্চিত করতে অনুরোধ করেছে স্ট্রাসবার্গ আদালত। পরে পেনাল চেম্বার তার দ্রুত মুক্তি করার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, দেল রিয়োকে উত্তরপশ্চিম স্পেনের এ করুনার কারাগার থেকে মঙ্গলবার মুক্তি দেওয়া হবে।

স্ট্রাসবার্গ আদালত অতিরিক্ত সময় কারাদণ্ড ভোগের জন্য দেল রিয়োকে ৩০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয় স্পেন সরকারকে। যদিও স্পেনের আইনমন্ত্রী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে এ রায়ের সমালোচনা করেন। তিনি বলেন, সরকার রিয়োকে ক্ষতিপূরণ দিবে না কারণ তার হামলায় ক্ষতিগ্রস্তদের কাছে সে এখনও দায়বদ্ধ।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
কেএইচকিউ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।