ঢাকা: মালদ্বীপের স্থগিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন এ খবর জানিয়েছ।
গত বছরের ফেব্রুয়ারিতে পুলিশ বাহিনীর বিদ্রোহে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ পদত্যাগে বাধ্য হন। তার সমর্থকেরা এ পদত্যাগকে অভ্যুত্থান বলে মনে করে। এরপর থেকেই দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
দেশটিতে এ বছরের ১১ নভেম্বরের মধ্যে একজন নতুন প্রেসেডেন্টের ক্ষমতা গ্রহণের ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে দেশটির নির্বাচন কমিশন এটাকে অসম্ভব বলে মনে করছে।
রোববার নাশিদ একজন তত্ত্বাবধায়ক প্রেসিডেন্টের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
এর আগে শনিবার নির্বাচনের শেষ মুহূর্তে ভোট গ্রহণকে বেআইনি আখ্যা দিয়ে নির্বাচন স্থগিত করে দেয় পুলিশ।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছিলো, তারা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ তাদের জানায়, নির্বাচন সম্পর্কিত কোনো নথিপত্র কমিশন অফিসের বাইরে যেতে পারবে না।
এর আগে ৭ সেপ্টেম্বরের নির্বাচনে ভোটের নিবন্ধন তালিকায় কল্পিত ও মৃত ভোটারদের নাম ব্যবহারের অভিযোগ আনেন পরাজিত প্রার্থী কাসিম ইব্রাহিম। তার অভিযোগের ভিত্তিতে দেশটির সুপ্রিম কোর্ট ওই নির্বাচনের ফলাফল স্থগিত করে নতুন করে ভোট গ্রহণের আদেশ দেয়।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৩
কেএইচকিউ/আরআইএস