ঢাকা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানায় পাকিস্তানি সেনাবাহিনীর উন্মুক্ত গুলিবর্ষণে ভারতীয় রক্ষীবাহিনী বিএসএফের এক জওয়ান নিহত ও ছয়জন আহত হয়েছেন।
পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানাসহ ৫০টি স্থান লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
বুধবার সকাল পর্যন্তও অনেকে জায়গায় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে বলে ভারতীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
আন্তর্জাতিক সীমানায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে মঙ্গলবার জম্মু সফর করেন।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
কেএইচকিউ/বিএসকে