ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, অক্টোবর ২৩, ২০১৩
পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক বিএসএফ জওয়ান নিহত

ঢাকা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানায় পাকিস্তানি সেনাবাহিনীর উন্মুক্ত গুলিবর্ষণে ভারতীয় রক্ষীবাহিনী বিএসএফের এক জওয়ান নিহত ও ছয়জন আহত হয়েছেন।

পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানাসহ ৫০টি স্থান লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এ সময় তারা মর্টার, রকেটসহ হালকা ও ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।

বুধবার সকাল পর্যন্তও অনেকে জায়গায় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে বলে ভারতীয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

আন্তর্জাতিক সীমানায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে মঙ্গলবার জম্মু সফর করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।