ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত- চীন সীমান্ত চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
ভারত- চীন সীমান্ত চুক্তি স্বাক্ষর

ঢাকা: বহুল কাঙ্খিত সীমান্ত সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও চীন। দুই দেশের সীমান্তে সহযোগিতা বাড়াতে বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চীন সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই চুক্তিতে স্বাক্ষর করেন।    

স্বাক্ষর শেষে দুই রাষ্ট্রপ্রধান পারস্পারিক আস্থা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তবে দুই দেশের মধ্যে  ভিসা ব্যবস্থা সচল করার ব্যাপারে কোন চুক্তি হয়নি। সর্বমোট নয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া দুদেশ বাণিজ্যিক ঘাটতি কমানোর বিষয়েও মতৈক্যে পৌছায়।

চীন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। মনমোহন সিংয়ের চীন সফরের প্রাক্কালেই গত সপ্তাহে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি এই চুক্তির খসড়া অনুমোদন করেছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ক্ষেত্রে মৌলিক ভিত্তি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।