ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীন ও রাশিয়ার মধ্যে সরাসরি তেল পাইপলাইন চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
চীন ও রাশিয়ার মধ্যে সরাসরি তেল পাইপলাইন চালু

বেইজিং: বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ও সবচেয়ে বড় ভোক্তা দেশ চীনের মধ্যে সরাসরি তেল পাইপলাইন বসানো হয়েছে। রোববার থেকেই এ লাইন আনুষ্ঠানিকভাবে চালু হয়।


 
সাইবেরিয়া থেকে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় দাকিং নগরী পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে এ পাইপলাইন। এতে দুইদেশের মধ্যে জ্বালানি তেল আমদানি রপ্তানি কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যাবে।

এতদিন রেলপথে চীনকে তেল সরবরাহ করতো রাশিয়া।
 
সাইবেরিয়া কেন্দ্রিক এই তেল উৎপাদন প্ল্যান্ট থেকে ইউরোপের বিভিন্ন দেশেই তেল সরবরাহ করছে রাশিয়া।

নতুন বসানো পাইপলাইন দিয়ে চীনে প্রতিবছর ১৫ মিলিয়ন টন তেল সরবরাহ করতে পারবে দেশটি। দিনে সরবরাহ করা যাবে ৩ লাখ ব্যারেল তেল।

২৫ বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি হয়েছে এ পাইপলাইন। যা নির্মাণে চীনের কিছুটা ঋণ সহায়তাও ছিলো।

বিশ্বের সবচেয়ে বড় তেল ব্যবহারকারী দেশ হিসেবে গতবছরই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যায় চীন।

বাংলাদেশ সময় ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।