ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যানহাটানে হামলার শিকার বাংলাদেশি ট্যাক্সিচালক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩

নিউইয়র্ক: "রেডলাইট" ভঙ্গ করে পুলিশের হাতে ঘুষি খেতে হলো বয়োবৃদ্ধ এক বাংলাদেশি ট্যাক্সিক্যাব চালককে।  

নিউইয়র্ক সিটির ম্যানহাটানের পার্ক এভিনিউ সাউথে উনত্রিশ স্ট্রিটের কর্নারে ৬৫ বছর বয়স্ক মোহাম্মাদ সালেহ উদ্দিনকে এই পুলিশি হামলার শিকার হতে হয়।



পুলিশের ঘুষিতে ঘটনাস্থলেই নিজের একটি দাঁত হারান বলে অভিযোগ করেছেন সালেহ উদ্দিন। পরে বেলভিউ হাসপাতালে এ জন্য চিকিৎসা নেন তিনি।

সালেহ উদ্দিনের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে চাইলেও পুলিশ তাকে জোরপূর্বক গ্রেফতার করে পুলিশ ষ্টেশনে নিয়ে যান। পরে পুলিশ হেফাজতে তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয় এবং পরেরদিন আদালত থেকে তাঁকে জামিনে ছেড়ে দেয়া হয়েছে বলে ক্রন্দনরত অবস্থায় জানিয়েছেন মোহাম্মাদ সালেহ উদ্দিন।

ঘটনাটি ঘটেছে গত ১৩ই অক্টোবর নতুন কোন ঝামেলার ভয়ে তিনি এতদিন মুখ খোলেননি।

নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ ইতিমধ্যে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষী পুলিশ অফিসারের বিচার দাবি করে (মেয়র অফিস) সিটি হলের সামনে ও পুলিশ কমিশনার অফিসের সামনে ব্যপক বিক্ষোভের আয়োজন করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি ও প্রবাসী আইনজীবি মোহাম্মাদ এন মজুমদার সকল প্রবাসিদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

আহত মোহাম্মাদ সালেহ উদ্দিন দীর্ঘ ২৬ বছর নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করছেন এবং বিগত ১৭ বছর ম্যানহাটানে ইয়োলো ট্যাক্সি চালাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।