কলকাতা: নিভে গেল জলসা ঘরের আলো। মুকুট পড়ে রইল কিন্তু চলে গেলেন রাজা।
বৃহস্পতিবার ভোরে ৯৪ বছর বয়সে প্রাণের কলকাতার বাইরে বেঙ্গালোরের নারায়ণ রুদ্রালয় হাসপাতালে পরলোকগমণ করেন তিনি।
গত সেপ্টেম্বরে মান্না দে শ্বাসযন্ত্রের অসুস্থতা ও মূত্রাশয়ের রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
বেঙ্গালোরের ‘রবীন্দ্র কলাক্ষেত্রে’ তার মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাখা হবে। বৃহস্পতিবার দুপুরেই তার শেষকৃত্য করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই কলকাতা শহরে নেমে আসে শোকের ছায়া। ঘুম থেকে উঠে এ খবর শুনে স্তম্ভিত হয়ে যান তার ভক্তরা।
শিল্পীমহলে ছায়া ফেলে হারানোর বেদনা। অভিনয়শিল্পী ও চলচ্চিত্রকার অপর্ণা সেন বলেন, তার এই চলে যাওয়া আগামী প্রজন্মের কাছে বিরাট ক্ষতি।
মান্না দে’র বিখ্যাত গান ‘কফি হাউজ’ গানের সুরকার সুপর্ণ কান্তি ঘোষ একে তার জীবনে পিতৃবিয়োগের সমতুল্য বলে জানিয়েছেন। তিনি বলেন, এর থেকে শোকের দিন আমার জীবনে আর নেই।
সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা বলেন, এটা আমার ব্যক্তিগত শোক। আমি আমার অভিভাবককে হারালাম।
মান্না দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মান্না দে’র আত্মার শান্তি কামনা করে তার পরিবারকে গভীর শোকবার্তা জানিয়েছেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনিশ তিওয়ারিও মান্না দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৩
ভিএস/কেএইচকিউ/এসএস