ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঊর্ধ্বমুখী বাজারদরে নাভি‍শ্বাস কলকাতাবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৩

কলকাতা: কলকাতার সবজি বাজারে যেন আগুন লেগেছে। একদিকে দুর্গাপূজা আর ঈদের ছুটি থাকায় হিমঘরগুলিতে কাজ হয়েছে কম অন্যদিকে তিন জেলায় বন্যার ফলে নষ্ট হয়েছে প্রচুর পরিমাণ ফসল।

কলকাতার খুচরা বাজারে তাই সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

এরমধ্যেই চলছে উৎসবের মওসুম। দুর্গাপূজা, লক্ষ্মীপূজার পরেই আসতে চলেছে কালীপূজা অ‍ার ভাইফোঁটা। তাই পণ্যের চাহিদাও এখন তুঙ্গে।

ইতিমধ্যেই পেঁয়াজের দাম লাফিয়ে ৭৫ রুপি ছুঁয়েছে কলকাতায়। দিল্লিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১শ’ টাকায় পৌঁছেছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দিয়েছে।

কলকাতার কাঁচাবাজারে কোনো সবজিই কেজি প্রতি ৫০ রুপির কমে পাওয়া যাচ্ছে না। একমাত্র ব্যতিক্রম আলু। ১৫-১৬  রুপি প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে আলু।

কলকাতার গড়িয়াহাট বাজার, লেকমার্কেট বাজার, ভাবনীপুর, শ্যামবাজার, বেহালা, মানিকতলা, যাদবপুর বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ রুপি প্রতি কেজি দরে, কাঁচা মরিচ ৬০ রুপি, টমেটো ৫০ রুপি, করলা ৫০-৬০ রুপি, ফুলকপি একটি ২৫-৩৫ রুপি হিসেবে বিক্রি হচ্ছে।

এরমধ্যেই কলকাতা পুলিশের তরফে অবৈধ মজুত রুখতে হানা দেওয়া হয়েছে বাজারগুলিতে। এরফলে দাম সাময়িকভাবে কিছুটা কমলেও আবার আগের জায়গাতে ফিরে এসেছে।

বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে দামের ঊর্ধ্বগতির জন্য দায়ী করছেন। প্রধান বিরোধী দলের নেতা এবং বিধান সভার বিরোধী দলনেতা সিপিএম-এর সূর্যকান্ত মিশ্র মূল্য বৃদ্ধি নিয়ে পথে নামার ইঙ্গিত দিয়েছেন।

খুচরো বিক্রেতারা জানিয়েছেন পুলিশ খুচরো বাজারে হানা দিলেও পাইকারি বাজারে হানা দিচ্ছে না। এর ফলে খুচরো বিক্রেতাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

চড়াদামের প্রভাব পড়েছে মাছের বাজারেও। সেখানেও দাম ঊর্ধ্বমুখী।

বাংলাদেশ সময়:  ১৬৪৫  ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৩  
ভিএস/এমজেএফ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।