ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৩
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো জার্মানি

ঢাকা: চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের মোবাইল ফোনে মার্কিন গোয়েন্দা সংস্থা আঁড়ি পেতেছে বলে অভিযোগ ওঠায় নিজ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি।

বৃহস্পতিবার বিকেলে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মার্কিন রাষ্ট্রদূত জন এমারসন।

দুই মিত্রদেশের মধ্যে এ ঘটনাকে অস্বাভাবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের কাছে এ ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। ইউরোপীয় ইউনিয়নে এ বিষয়টি ছায়া ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এ  নিয়ে আলোচনাও করেছেন মেরকেল।

তবে জার্মানির অভিযোগকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ জানিয়েছে, চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলকে প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চিত করেছেন, অন্যদের ফোনে আড়ি পাতলেও মেরকেলের ফোনে আড়ি পাতে নি যুক্তরাষ্ট্র।

এর আগে সোমবার নিজ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছিলো ফ্রান্স। ফরাসি দৈনিক লা মঁদ দাবি করেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ফ্রান্সের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও নাগরিকের ফোনে আড়ি পেতেছিল।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৩
এসএফআই/জেসিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।