রকহাম্পটন: মহাপ্লাবনের মতো দুর্যোগের মধ্যে তিনি মেতে উঠলেন নববর্ষ উৎসবে। শনিবার নতুন বছরের প্রথম দিনে উচ্ছ্বাস দমিয়ে রাখতে পারেননি।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ফিটজরয় নদীতে এ ঘটনা ঘটেছে।
দুই লক্ষাধিক মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। বাড়িঘর, ফসল, যোগাযোগ কোনোকিছুই বিপর্যয় থেকে রক্ষা থেকে রক্ষা পায়নি।
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ফিটজরয় নদীতে ঝাঁপ দেওয়ার পর তিনি তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকেন। খবর পেয়ে জরুরিকর্মীরা তাকে উদ্ধারের জন্য রওনা দেয়। ভাগ্য প্রসন্ন ছিল, জরুরিকর্মীদের পৌঁছানোর আগেই তিনি নিজেকে রক্ষা করতে পেরেছেন।
পুলিশের পরিদর্শক মাইক কার্টেন বলেন, ওই ব্যক্তি শুধু নিজের জীবনই হুমকির মধ্যে ফেলেননি। বরং তার কারণে উদ্ধারকর্মীদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। তার বিরুদ্ধে বোকামি ও এর ফলে অন্যের বিপর্যয় হতে পারত এমন অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১