ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নববর্ষের উৎসব করা ফৌজদারি অপরাধ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
নববর্ষের উৎসব করা ফৌজদারি অপরাধ!

রকহাম্পটন: মহাপ্লাবনের মতো দুর্যোগের মধ্যে তিনি মেতে উঠলেন নববর্ষ উৎসবে। শনিবার নতুন বছরের প্রথম দিনে উচ্ছ্বাস দমিয়ে রাখতে পারেননি।

তবে মুশকিলটা হচ্ছে এ ঘটনায় ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। কারণ এ ঘটনায় তিনি তার নিজের ও জরুরিকর্মীদের জন্য বিপদ ডেকে আনতে পারতেন।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের ফিটজরয় নদীতে এ ঘটনা ঘটেছে।

দুই লক্ষাধিক মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। বাড়িঘর, ফসল, যোগাযোগ কোনোকিছুই বিপর্যয় থেকে রক্ষা থেকে রক্ষা পায়নি।

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ফিটজরয় নদীতে ঝাঁপ দেওয়ার পর তিনি তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকেন। খবর পেয়ে জরুরিকর্মীরা তাকে উদ্ধারের জন্য রওনা দেয়। ভাগ্য প্রসন্ন ছিল, জরুরিকর্মীদের পৌঁছানোর আগেই তিনি নিজেকে রক্ষা করতে পেরেছেন।

পুলিশের পরিদর্শক মাইক কার্টেন বলেন, ওই ব্যক্তি শুধু নিজের জীবনই হুমকির মধ্যে ফেলেননি। বরং তার কারণে উদ্ধারকর্মীদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে। তার বিরুদ্ধে বোকামি ও এর ফলে অন্যের বিপর্যয় হতে পারত এমন অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।