ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১

নাবলুস: ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে রোববার একজন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে। চিকিৎসক ও ইসরায়েলের সেনা সূত্রে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।



ফিলিস্তিনের রেডক্রিসেন্টের পক্ষে জানানো হয়েছে, মোহামেদ দারাঘমে (২০)-কে রোববার  স্থানীয় সময় সকাল ৮টায় নাবলুসের তুবাস গ্রামে গুলি চালিয়ে হত্যা করা হয়।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, দারাঘমে সীমান্তা এলাকায় দায়িত্বরত ইসরায়েলি সেনাসদস্যদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন।

এদিকে, ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করেছে দারাঘমের হাতে কোনো অস্ত্র বা এমনকি ছুরিও ছিল না। তবে তার হাতে একটি কাচের বোতল ছিল।

সেনাবাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দারাঘমের হাতে কাচের বোতল ছিল, এজন্য সম্ভবত সেনা সদস্যরা ভয় পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।