ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বড়দিনে সান্তা অ্যাসাঞ্জ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
বড়দিনে সান্তা অ্যাসাঞ্জ!

লন্ডন: গৃহবন্দী থাকলে কি হবে, বড়দিনের উৎসবের আনন্দ পুরোপুরি উপভোগ করার সুযোগ হাতছাড়া করেননি জুলিয়ান অ্যাসাঞ্জ। খবর ডেইল মেইলের।



ঐতিহ্যগতভাবে যদি বড়দিনের অর্থ হয় দান করা তাহলে অ্যাসাঞ্জ যে সে ঐতিহ্যের পুরোটিই এ বড়দিনে পালন করেছেন তা বলাই বাহুল্য।

কেননা জামিনে ছাড়া পাওয়া অ্যাসাঞ্জ বর্তমানে নরফোক ম্যানসনে নজরবন্দী অবস্থায় বড়দিন উদযাপনে এলিংহাম হলে যান। শুধু তাই নয়, বড়দিনের আনন্দ পুরোপুরি উপভোগ করতে সান্তা কজ সেজে প্রচুর পরিমাণ উপহারও বিতরণ করেন তিনি।    

তার সারা বছরের কাজ নিয়ে পরিতৃপ্ত অ্যাসাঞ্জ সান্তার পোশাকের মধ্য দিয়ে নিজের মধ্যে নিয়ে আসেন বড়দিনের আমেজ। এসময় তিনি ফোলা-ফাঁপা বস্তা নিয়ে ছবি তোলার জন্য প্রস্তুত হন, যে বস্তায় খোঁদাই করা ছিলো: ‘প্রিয় সান্তা, অধিকাংশ সময়ই আমি খুব, খুব, খুব ভাল ছিলাম। ’

একইসঙ্গে ভন স্মিথের আয়োজনে পরিবার, বন্ধু ও অন্যান্য অতিথিদের সঙ্গে বড়দিনের বিশেষ নৈশভোজেও অংশ নেন তিনি। তুর্কি ও অন্যান্য সুস্বাদু খাবার দিয়ে বড়দিনের ভোজ শেষে বন্ধু, অতিথিদের নিয়ে ৬০০ একরের বাড়িটিতে ঘুরে বেড়ান অ্যাসাঞ্জ।

তবে বেশি দূরে না যাওয়ার বিষয়ে অ্যাসাঞ্জ ছিলেন সতর্ক। কারণ জামিনে মুক্তি পাওয়ার শর্তে তিনি বর্তমানে একটি ইলেকট্রনিক ট্যাগ পড়ে আছেন যা তাকে নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে বাধ্য করছে।  

তবে প্রতিকূলতা সত্ত্বেও তার কাছে আসা বড়দিনের শুভেচ্ছা কার্ডগুলোও পড়েন অ্যাসাঞ্জ। একইসঙ্গে বড়দিনের ঐতিহ্যবাহী গাছের সঙ্গেও ব্যক্তিগত আলাপ সেরে নেন তিনি (এ সময় তিনি কী ভাবছিলেন?  সিআইএ’র গাছ!)

এদিকে, বিশাল এ খামার বাড়িতে থাকা গবাদি পশু, হাঁস-মুরগীর দেখভাল করে নির্বিঘেœই তার গৃহবন্দীর সময়গুলো পার করছেন অ্যাসাঞ্জ।  

উল্লেখ্য, অনলাইনে দুই লাখ ৫০ হাজার গোপন মার্কিন কূটনৈদিক নথি ফাঁস করা সাবেক এ কম্পিউটার হ্যাকার বর্তমানে বাকস্বাধীনতার সমর্থক ও গ্রেনাডিয়া গার্ডস-এর সাবেক ক্যাপ্টেন ভন স্মিথের (৪৭) বাড়িতে অতিথি হিসেবে অবস্থান করছেন।  

এদিকে, দুই লাখ ৪০ হাজার পাউন্ড জামানত দিয়ে ১৬ ডিসেম্বর ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে জামিনে মুক্তি পান অ্যাসাঞ্জ। এ মুহূর্তে সুইডেনে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। গোপন নথি ফাঁস করার প্রতিশোধ হিসেবে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ অ্যাসাঞ্জের।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।