ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস

মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নেয় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১১
মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নেয় ইসরায়েল

অসলো: ইসরায়েলের সেনাপ্রধান মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে বড় আকারের যুদ্ধের পরিকল্পনা করেছিলেন। হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের এ পরিকল্পনা করা হয় বলে ২০০৯ সালের শেষের দিকে মার্কিন কংগ্রেসের এক কূটনীতিককে জানান তিনি।



নরওয়ের অসলোভিত্তিক দৈনিক আফটেনপোস্টেন উইকিলিকসের ফাঁস কার এ তারবার্তাটি রোববার প্রকাশ করে।

২০০৯ সালের ১৫ নভেম্বর ওয়াশিংটনে পাঠানো তারবাতায় তেল আবিবের মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। তারবার্তায় ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গ্যাবি আশকেনাজির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমি বড় ধরনের যুদ্ধের জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে প্রস্তুত করছি। ’

এতে আশকেনাজি আরও বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা ক্রমেই গুরুতর আকার ধারণ করছে। আর এজন্যই রকেট হামলা প্রতিরোধের ওপর ইসরায়েল সবচেয়ে বেশি জোর দিচ্ছে। ’

বাংলাদেশ সময়: ২১৫২ ঘন্টা, জানুয়ারি ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।