ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সম্পাদক গ্রেপ্তারের প্রতিবাদ

ভারতের মনিপুরে সব দৈনিক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, জানুয়ারি ৩, ২০১১
ভারতের মনিপুরে সব দৈনিক বন্ধ

ইমফাল: ভারতের মনিপুর প্রদেশে গত ৩০ ডিসেম্বর থেকে কোনো দৈনিক পত্রিকা বের হয়নি। প্রদেশের স্থানীয় একজন সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে সম্মিলিতভাবে এ উদ্যোগ নিয়েছে সাংবাদিকরা।

সোমবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।

আটক ওই সম্পাদকের নাম আহোংসাংবাম মোবি। তিনি সানালেইবাক নামের একটি দৈনিকের সম্পাদক। তার বিরুদ্ধে চরমপন্ধীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

বেআইনী  তৎপরতা প্রতিরোধ আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্থানীয় জনপ্রিয় টেলিশিন চ্যানেল আইএসটিভিও এ প্রতিবাদে অংশ নিয়েছে। সংবাদ অনুষ্ঠানে প্রচার করবে না বলে জানিয়ে দিয়েছে আইএএসটিভি কর্তৃপক্ষ।

ইমফাল থেকে পাওয়া একটি সংবাদ থেকে আসাম ট্রিবিউন জানিয়েছে, ৫৫ বছর বয়সী মোবিকে গত বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ইমফাল পশ্চিম জেলার পুলিশের সুপারিনটেন্ডেন্ট অভিযোগ করে করেন, মোবি নিষিদ্ধ ঘোষিত কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (তাবুঙ্গা গ্রুপ) কর্মী। পুলিশ জানিয়েছে, তারা দুটি মোবাইল ফোন, একটি স্কুটার ও ৫০ হাজার ভারতীয় রুপি জব্দ করেছে।

অল মনিপুর ওয়ার্কিং জার্নালিস্টস ইউনিয়ন (এএমডব্লিউজেইউ) প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সংগঠন। মোবির বিরুদ্ধে পুলিশের অভিযোগ নাকচ করেছে সংগঠনটি। তার নিঃশর্ত মুক্তিরও দাবি জানানো হয়েছে। এমডব্লিউজেইউ জানিয়েছে, মোবির বিরুদ্ধে অভিযোগ সাজানো।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।