ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩
ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ৫

ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আবিয়ান প্রদেশে দু’টি ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবারের ড্রোন হামলায় নিহতরা আল-কায়েদার সদস্য বলে ধারণা করা হচ্ছে।

তবে ইয়েমেন না যুক্তরাষ্ট্র, কারা এই ড্রোন হামলা চালিয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কিছুই জানানো হয়নি।

আবিয়ানের স্থানীয় কর্মকর্তারা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ প্রদেশটিতে ইয়েমেন ভিত্তিক আরব উপদ্বীপে আল-কায়েদা (একিউএপি) ও সশস্ত্র জঙ্গি সংগঠন সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের ক্ষমতাচ্যুতির সময় বেশ সরব ছিল।   আর তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রই ড্রোন হামলা চালিয়েছে।

গত বছর ইয়েমেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশটির দক্ষিণাঞ্চল আল-কায়েদা ও এর জোটসঙ্গীদের থেকে মুক্ত করতে অভিযান পরিচালনা করে।

তখন থেকেই জঙ্গি সংগঠনগুলো পুনরায় দলবদ্ধ হওয়ার চেষ্টা করছে ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র প্রায়ই একিউএপি বধে ড্রোন হামলা চালায়। মানবাধিকার সংগঠনগুলো কোনো ধরনের বিচার ছাড়াই সন্দেহের বশে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলার প্রতিবাদ করে আসছে। এসব হামলায় অনেক সময় সন্ত্রাসী সন্দেহে সাধারণ মানুষ নিহতের ঘটনাও ঘটে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।