ঢাকা: কোটি কোটি টাকার মালিক হয়েও কর দিতে গিয়ে নিজেকে গরিবদের কাতারে নামিয়ে আনার চেষ্টা করেন। কষ্টে (!) অর্জিত টাকার একটা অংশ সরকারকে অনেকেই দিতে চান না।
কিন্তু সেই দিন শেষ হয়ে আসছে। কর ফাঁকি আর দেওয়া যাবে না। কর আদায়কারীদের আপনি নিজে থেকে কোনো তথ্য না দিলেও তারা পেয়ে যাবেন আপনার সম্পদের পরিমাণ।
খুব সহজে প্রযুক্তির বদৌলতে কর ফাঁকিবাজদের ধরা যাবে। গুগল আর্থ ব্যবহার করে গোয়েন্দাগিরি করা হবে আপনার ওপর। স্যাটেলাইট ছবিই জানান দেবে আপনার সম্পদ আর জীবনাচরণ। এতেই বোঝা যাবে, আপনি ফাঁকি মারছেন কিনা।
রাজস্ব গোয়েন্দা সন্দেহভাজনদের বাড়ির ওপর নজরদারি করছেন গুগল ম্যাপ ব্যবহার করে। গুগল আর্থের ছবি ব্যবহার করে সন্দেহভাজনের সম্পদ জীবনাচরণ-যেমন গাড়ি-বাড়ির জাকজমকতার তথ্য পাওয়া যাবে।
যুক্তরাজ্য এ প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। গুগল আর্থ থেকে নেওয়া তথ্য একটি সুপার কম্পিউটার প্রদান করে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমসের (এইচএমআরসি) কর্মকর্তারা যাচাই করে দেখেন বাড়ির মালিক এর আগে নির্ধারিত করের কম দিয়েছেন কিনা।
যে পরিমাণ কর আদায় করার কথা তার থেকে ৩ হাজার ৫০০ পাউন্ড কম আদায় হয়। এ ঘাটতি আদায় কমাতেই সবশেষ অস্ত্র হিসেবে গুগল আর্থ ব্যবহার করছে এইচএমআরসি। কর আদায়কারী এইচএমআরসি যুক্তরাষ্ট্র সরকারের মন্ত্রিপরিষদ বহির্ভূত একটি বিভাগ। এটি জাতীয় বেতনবোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক দিক দেখভালকারী।
এইচএমআরসি জানিয়েছে, কর ফাঁকি আর গুপ্ত অর্থনীতির কারণে বছরে সরকারের শত শত কোটি পাউন্ড ক্ষতি হচ্ছে। যেমন প্রতি বছর ব্রিটিশদের বাড়ি সংস্কারে ব্যয় হয় ৯শ কোটি পাউন্ড। কিন্তু এর ভ্যাট দেন না করদাতারা।
করদাতাদের কর দিতে উৎসাহিত করতে গত ৩ বছরে ১০০ কোটি পাউন্ড খরচ করেছে এইচএমআরসি।
সুপার কম্পিউটার কিনতে ৫ কোটি পাউন্ড ব্যবহার ব্যয় করেছে এমএইচআরসি। ওই সুপার কম্পিউটারের নাম ‘কানেক্ট’ দিয়েছে এমএইচআরসি।
তিন বছর আগে ব্রিটিশ বহুজাতিক প্রতিরক্ষা, নিরাপত্তা কোম্পানি বিএই সিস্টেমস এটি তৈরি করে। সুপার কম্পিউটারটিতে এখন সন্দেহভাজনদের একশ কোটিরও বেশি তথ্য রয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে, কর দেওয়ার রেকর্ড, ব্যাংক রাখা জমা অর্থের বিপরীতে সুদ, মালিকানাধীন সম্পত্তির বিবরণ, ঋণ, চাকরির খুঁটিনাটি তথ্য এবং নির্বাচনী তথ্য।
গুগল আর্থের পাশাপাশি ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো তথ্য পাওয়ার জন্য ব্যবহার করছেন ব্রিটিশ রাজস্ব কর্মকর্তারা।
কর ফাঁকির প্রমাণ মিললে দিতে হবে বড় অঙ্কের জরিমানা। সঙ্গে জেলের ভাতও খেতে হবে কর ফাঁকিদাতাদের।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এসএফআই/এমজেডআর