ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে ঘূর্ণিঝড় প্রস্তুতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩
ভিয়েতনামে ঘূর্ণিঝড় প্রস্তুতি শুরু

ঢাকা: ভিয়েতনামে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান। তাই এ ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু করেছে দেশটির সরকার।

রোববার ভোরের দিকেই ভিয়েতনামে আঘাত হানতে পারে এ ঘূর্ণিঝড়।

হাইয়ান যে পথে আঘাত হানতে পারে সে অঞ্চল থেকে ১ লাখের বেশি মানুষকে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপাইনে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। পাঁচ নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় শুক্রবার ভোর পাঁচটায় (গ্রিনিচমান সময় বৃহস্পতিবার ২১টায়) ২৭৫ কিলোমিটার বেগে আঘাত দেশটিতে হানে।   শুক্রবার ঝড়ো হাওয়াসহ ঘণ্টায় এর সর্বোচ্চ গতিবেগ ছিল ৩১৫ কিলোমিটার।

ভিয়েতনামের দানাং ও কুয়াং নগাই প্রদেশে কর্তৃপক্ষ ইতোমধ্যে স্থানান্তরের কাজ শুরু করে দিয়েছে। ঘূর্ণিঝড় সম্পর্কিত শুক্রবার এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নগুয়েন তান দাং বলেন, যদিও ধারণা করা হচ্ছে হাইয়ান ধীরে ধীরে দুর্বল হচ্ছে। কিন্তু তারপরেও এটা এখনও শক্তিশালী ঘূর্ণিঝড়। প্রধানমন্ত্রী নিজে ঘূর্ণিঝড় পূর্ব সব প্রস্তুতি নিজে তদারকি করছেন।

রাষ্ট্রীয় এয়ারলাইন্স যাত্রীদের যেকোনো ধরনের ফ্লাইট বিঘ্ন ও স্থগিত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে। সমুদ্র থেকে সব জাহাজ ও নৌকা উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলিপাইনে এ ঘূর্ণিঝড় প্রচণ্ড বেগে আঘাত হানার ফলে দেশটিতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ঘটেছে ভূমিধস। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।