আগরতলা (ত্রিপুরা): উদ্বোধন হতে যাচ্ছে আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্ট। ১৭ নভেম্বরের চেকপোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান।
তিনি বলেন, ১৭ নভেম্বর দুপুর ১২টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দের হাত দিয়ে খুলে যাবে দেশের তৃতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট। এ চেকপোস্ট তৈরিতে খরচ হয়েছে ৭৫ কোটি ভারতীয় রুপি। আখাউড়ার এই চেকপোস্টে থাকছে সব ধরনের আধুনিক ব্যবস্থা।
মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের ১৩টি আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ধরনের আধুনিক চেকপোস্ট গড়ে তোলা হবে। এখন পর্যন্ত দু’টির উদ্বোধন করা হয়েছে। এর আগে পাঞ্জাব ও নেপাল সীমান্তে দুটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি হয়েছে।
আখাউড়ার চেকপোস্টটি হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট। ২০১১ সালের ১৭মে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের এ চেকপোস্টের আনুষ্ঠানিক শিলান্যাস করেছিলেন। ত্রিপুরার সাব্রুম মহকুমার রামগড় সীমান্তে আরও একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ার ব্যাপারে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার।
আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্টটি দেখতে অনেকটা বিমানবন্দর মতো। গোটা বাড়িটি শীতাতপ নিয়ন্ত্রিত। চেকপোস্টের ভেতরে থাকছে বিশাল লাউঞ্জ, ইমিগ্রেশন, কারেন্সি এক্সচেঞ্জ, রেস্ট রুম, ব্যাংক কাউন্টার, নিরাপত্তা বলয়, পণ্য আমদানি-রফতানির ব্যবস্থা, গাড়ি রাখার জায়গা, মাপক ব্যবস্থাসহ আরও বেশ কিছু। সব মিলিয়ে আগের আখাউড়া ও এখনকার আখাউড়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।
চেকপোস্টটির উদ্বোধনী দিনে দুই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও থাকবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
কেএইচকিউ/আরআইএস