ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩
ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৩

ঢাকা: ইন্দোনেশিয়ায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৮ জন। হেলিকপ্টারটিতে ১২ জন শ্রমিক ও সেনাবাহিনীর ৯ জন ক্রু ছিলেন বলে জানা গেছে।



দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ইস্কান্দার সিতোমপুলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বোর্নিও দ্বীপের ইন্দোনেশিয়ান অংশের উত্তর কালিমন্তন প্রদেশের মালিনাও জেলার জঙ্গলে বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট ২১ জন যাত্রী ছিল। আহত ৮ জনের শরীর গুরুতরভাবে পুড়ে গেছে।

জানা গেছে, রাশিয়া থেকে আমদানিকৃত এমআই-১৭ ‍নামক হেলিকপ্টারটি মালিনাও জেলায় সেনাবাহিনীর নির্মিতব্য একটি ভবনের উদ্দেশ্যে নির্মাণ সরঞ্জাম নিয়ে যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।