ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সমাধি থেকে মুক্তি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩
সমাধি থেকে মুক্তি!

ঢাকা: খাটিয়ায় থাকা অবস্থায় ‘মৃত’ ব্যক্তিকে উঠে বসতে শোনা গেছে, শেষকৃত্য যখন চলছিল তখনও ‘মৃত’ ব্যক্তি জীবিত হয়ে বসে পড়ার খবর শোনা গেছে!

কিন্তু একেবারে মাটির নিচে সমাধি থেকেই কোনো ‘মৃত’ ব্যক্তিকে ‘জীবিত’ উদ্ধারের খবর কি শোনা গেছে? বিস্ময়করভাবে ব্রাজিলের সাওলো পাওলো প্রদেশের ফেরাস দে ভাসকোনসেলোস পৌরসভার সমাধিস্থলের একটি সমাধি থেকেই এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই সমাধিস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জনৈক নারী।

হঠাৎই কোনো একটি সমাধির ভেতর থেকে মাটি কাঁপুনি ও মানুষের গোঙানির শব্দ পান তিনি।

ভয়ে ভয়ে চোখ ফেরাতেই তিনি দেখেন সমাধিস্থ ব্যক্তিটি মাটির ভেতর থেকেই দুই হাত উঁচু করে গোঙাচ্ছেন।

এমন ভয়ংকর ‍দৃশ্য চোখে পড়তেই চিৎকার দিয়ে ওঠেন ওই নারী। তার চিৎকারে সমাধির দায়িত্বে থাকা প্রহরী ও ‍স্থানীয়রা এগিয়ে আসেন এবং চিৎকারের কারণ জানতে চান।

তখন তিনি প্রহরী ও স্থানীয়দের সমাধিটি দেখিয়ে দেন। সমাধির দিকে চোখ রেখে প্রহরী ও স্থানীয়দেরও চক্ষ চড়কগাছ। তবে কালবিলম্ব না করে দ্রুত তারা সমাধিস্থ ব্যক্তিকে উদ্ধারে তৎপর হন।

প্রহরী ও স্থানীয়রা বলেন, খুব সম্ভত শত্রুপক্ষের লোকজন লোকটিকে বেধড়ক ‍মারধর করে মৃত ভেবে এই খালি সমাধিটিতে সমাহিত করে রেখে গেছে।

এখন তাকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য ওই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন।

সমাধি থেকে জীবিত ব্যক্তিকে উদ্ধারের সেই ভয়ংকর দৃশ্যটির ভিডিও দেখতে ক্লিক করুন:  http://youtu.be/5RjYhP59aPk

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।