ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাটি খুঁড়তেই বেরিয়ে এল মুক্তিযুদ্ধে ব্যবহৃত কার্তুজ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাটি খননের সময় মুক্তিযুদ্ধে ব্যবহৃত কয়েকশ’ কার্তুজ পাওয়া গেছে। উদ্ধার হওয়া কার্তুজগুলি থ্রি নট থ্রি রাইফেলের বলে জানা গেছে।



শনিবার সকালে আগরতলার সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুরে এই কার্তুজ পাওয়া যায়।

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সোনামুড়া এলাকায় আব্দুল রহিমের বাড়িতে শ্রমিকরা মাটি খোঁড়ার সময় প্রায় চারশ’ ব্যবহৃত কার্তুজ পাওয়া যায়। এর মধ্যে দু’টি বুলেটও রয়েছে। এ সময় স্থানীয়রা পার্শ্ববর্তী বিএসএফ চৌকিতে খবর দিলে বিএসএফের জওয়ানরা এসে এই কার্তুজগুলো নিয়ে যায়।

স্থানীয়রা বলছেন, এই কার্তুজগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের। বাড়ির মালিক আব্দুল রহিম জানান, যে জায়গায় কার্তুজগুলো পাওয়া গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেখানে মুক্তিবাহিনীর বাঙ্কার ছিল। তার ধারণা উদ্ধার হওয়া কার্তুজগুলো মুক্তিবাহিনীর।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘন্টা, নভেম্বর ০৯, ২০১৩
টিএইচ/জেডকে/আরআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।