ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুরুষ ক্রীড়াবিদদের জন্য নিসানের বিদ্যুত চালিত গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
পুরুষ ক্রীড়াবিদদের জন্য নিসানের বিদ্যুত চালিত গাড়ি

ঢাকা: জাপানের দ্বিতীয় বৃহৎ গাড়ি নির্মাতা প্রাতিষ্ঠান নিসান পুরুষ ক্রীড়াবিদদের জন্য আর্কষনীয় ও বিলাসবহুল গাড়ি প্রর্দশন করতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর টোকিও মোটর শো-২০১৩ তে এ গাড়ি প্রর্দশন করা হবে বলে নিসান থেকে জানানো হয়।



এ বিষয়ে নিসান জানায়, পরিবেশবান্ধন গাড়িটি আমরা বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যে প্রর্দশনীতে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।

বায়ুগতিবিদ্যার নকশা সংবলিত গাড়িটি সামনে থেকে পেছন পর্যন্ত বিস্তৃত। গাড়িটির মাঝখানে চালকের আসন রাখা হয়েছে। এছাড়া রয়েছে যাত্রীদের জন্য আরও দু’টি অতিরিক্ত আসন।

গাড়ির মাঝখানে চালকের আসন এর চালকের মধ্যে পাইলটের মনোভাব তৈরী করবে বলে নিসান জানায়।

এর আগে চলতি সপ্তাহে বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা হাইড্রোজেন চালিত ফুয়েল-সেল গাড়ি তৈরীর কথা জানায়। যা ২০১৫ সালে মাঝামাঝি সময়ে বাণিজ্যিকভাবে বাজারে আসবে।

আগামী ২০ নভেম্বর টোকিওতে শুরু হতে যাওয়া টোকিও মোটর শো-২০১৩ এ টয়োটা, নিসান, বিএমডব্লিউ, জাগুয়ার , মার্সিডিজ বেঞ্জ সহ মোট ১৭৭টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। প্রর্দশনী চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
জেডএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।