ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

ঢাকা: জাপানের পূর্বাঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জারি করা হয়নি সুনামি সর্তকতা।

রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৫৯ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে ফুকুশিমা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও কেঁপে উঠে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে প্লান্টের এক কর্মকর্তা জানান।

প্রায় ত্রিশ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটি রাজধানী টোকিও থেকেও অনুভূত হয়।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চে জাপানে রিখটার স্কেল ৯ মাত্রার এক ভূমিকম্প পরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
জেডএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।