ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিবিআই রায়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট. কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

কলকাতা:  সিবিআই ভারতের একটি স্বাধীন শক্তিশালী সংস্থা। সিবিআই সম্পর্কে গৌহাটি হাইকোর্টের সম্প্রতি দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন। নির্দেশের ওপর স্থগিতাদেশ চায় কেন্দ্র।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে গৌহাটি হাইকোর্ট। শনিবার এই রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতের দারস্থ হয় কেন্দ্র।

জরুরি ভিত্তিতে আপিল শোনার আবেদন পেয়ে শনিবার সন্ধ্যার মধ্যেই সরকার পক্ষের কথা শোনার আশ্বাস দেয় সুপ্রিম কোর্ট। অপরাধ তদন্তের অধিকার খুইয়েছে কেন্দ্রের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা।

গৌহাটি হাইকোর্টের মতে, সিবিআই কোনও অপরাধের তদন্ত করতে পারবে না। শুধুমাত্র জিজ্ঞাসা করার অধিকার আছে সরকারি গোয়েন্দা সংস্থাটির। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা মনে করছেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ না করলে সমস্ত তদন্তের কাজ স্থগিত রাখতে হবে।

এফআইআর’র ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারে না সিবিআই। এমনকি সিবিআই কোনও পুলিশ বাহিনী নয় বলেই মত দিয়েছেন আদালত।

গৌহাটি আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আইনি প্রক্রিয়া শুরু করে দিয়েছে পিএমও।
প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, ‘আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। ’

আদালত জানিয়েছে, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট ১৯৪৬-এর আওতায় নির্মিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সি বি আই’র কোনও ঘটনার তদন্ত করার অধিকার নেই।

৮৯ পাতার রায়ে উল্লেখ করা হয়েছে, ‘কোনও ঘটনায় সিবিআই’র মামলা দায়ের করা, অপরাধীকে গ্রেফতার করা, খোঁজ চালানো বা বাজেয়াপ্ত করা সবই আইন বহির্ভূত। "

বর্তমানে কয়লা কেলেঙ্কারি থেকে টু জি টেলিকম দুর্নীতি মামলার তদন্তভার রয়েছে সরকারি সংস্থাটির হাতে। গৌহাটি আদালত গোয়েন্দা সংস্থার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় এই সমস্ত `হাই প্রোফাইল` মামলায় প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসএস/এনএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।