ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সৌদিতে স্থানীয়-অভিবাসী সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, নভেম্বর ১০, ২০১৩
সৌদিতে স্থানীয়-অভিবাসী সংঘর্ষে নিহত ২

ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিদেশি শ্রমিকদের সঙ্গে স্থানীয় নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দুই জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৬৮ জন।

রিয়াদ পুলিশের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রিয় সংবাদ মাধ্যমগুলো ‍জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে মানফৌহা এলাকায় এই সংঘর্ষের ঘটনায় ৫৬১ জনকে আটক করা হয়েছে।



নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেলেও অপর জনের পরিচয় জানা যায়নি।

রিয়াদ পুলিশ বিবৃতিতে দাবি করেছে, মানফৌহা এলাকায় ‘দুর্বৃত্তরা’ স্থানীয় নাগরিকদের বাড়িঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে এবং স্থানীয়দের ছুরি দেখিয়ে হুমকি দিতে থাকলে এ সংঘর্ষ বাধে।

তবে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতে রক্তাক্ত লোকজন ওই এলাকায় দৌঁড়াদৌঁড়ি করছে। কীসের সূত্র ধরে এই সংঘর্ষ ছড়িয়েছে এ ব্যাপারে কিছু ইঙ্গিত পাওয়া যায়নি ভিডিওটিতে।

উল্লেখ্য, ইথিওপিয়াসহ বিশ্বের বেশ কিছু দেশের শ্রমিকরা সৌদি নাগরিকদের বসতি লাগোয়া মানফৌহা এলাকায় বসবাস করেন। গত সপ্তাহেও এই এলাকায় সৌদি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ইথিওপিয়ান নাগরিক নিহত হওয়ার অভিযোগ ওঠে।

ধারণা করা হচ্ছে, অবৈধ অভিবাসীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় স্থানীয়রা শ্রমিকদের ধরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ ছড়িয়ে থাকতে পারে।

গত ৪ নভেম্বর থেকে অবৈধ অভিবাসীদের স্বদেশে ফেরত দিতে অভিযান শুরু করেছে সৌদি সরকার।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।