ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বোয় কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
কলম্বোয় কমনওয়েলথ সম্মেলনে যাচ্ছেন না মনমোহন

ঢাকা: শ্রীলঙ্কান মানবাধিকার ইস্যু নিয়ে বিতর্কের জেরে চলতি সপ্তাহে অনুষ্ঠে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত থাকছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

ভারতের কর্মকর্তা জানিয়েছেন, মনমোহন সিংয়ের প্রতিনিধি হিসেবে কলোম্বো সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।


ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে চিঠির মাধ্যমে জানিয়েছেন, সম্মেলনে তার প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তার পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানানো হবে।

খবর সত্যি হলে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের পর দ্বিতীয় সরকার প্রধান হিসেবে কলম্বো সম্মেলন বর্জন করছেন।

শ্রীলঙ্কার বিদ্রোহী গোষ্ঠী তামিল টাইগারদের নির্মূল করতে ২০০৯ সালে সেনা অভিযানে চালিয়ে যুদ্ধাপরাধ করার অভিযোগ রয়েছে দেশটির সরকারের বিরুদ্ধে। কিন্তু শ্রীলঙ্কার সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

২৬ বছর ধরে লড়াই করে এসে ২০০৯ সালে তামিল টাইগারদের অবসান ঘটে। সরকার আর বিদ্রোহীদের যুদ্ধে কমপক্ষে এক লাখ মানুষের প্রাণহানী হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ২০০৯ সালে তামিল টাইগারদের বিরুদ্ধে অভিযানের শেষ মাসে যুদ্ধাপরাধ করার অভিযোগের প্রশ্নের ‘গুরুতর উত্তর’ দিতে হবে রাজাপাকসেকে।

ক্যামেরন বলেছেন, তামিল নাগরিকদের ওপর নির্বিচারে গোলা নিক্ষেপ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ তদন্ত চালাতে রাজাপাকসকে তিনি আহ্বান জানাবেন।

২০১১ সালে শ্রীলঙ্কার তদন্ত কমিশন সেনাবাহিনীকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে অব্যাহতি দেয়। তবে কমিশন বলেছে, কিছু ক্ষেত্রে যুদ্ধ আইন লঙ্ঘন করেছে কিছু সেনা, সেটি  ব্যক্তি পর্যায়ে।

ব্রিটিশের সাবেক উপনিবেশভুক্ত ৫৩টি রাষ্ট্রের সংগঠন হচ্ছে কমনওয়েলথ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।