ঢাকা: ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি জানিয়েছেন, ‘চূড়ান্ত সীমা’য় ইউরেনিয়াম ‘সমৃদ্ধকরণের অধিকার’ রয়েছে তার দেশের। তার দেশ কোনো হুমকি বা নিষেধাজ্ঞায় মাথা নত করবে না।
রৌহানি বলেছেন, পরমাণু আলোচনার সময় ইসলামিক প্রজাতন্ত্র যৌক্তিক ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করেছে।
ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সির (আইএসএনএ) বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টে রৌহানি বলেছেন, আমরা আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো বলেছি, আমরা কোনো হুমকি, নিষেধাজ্ঞা, অবমাননা আ বৈষম্যের উত্তর দেবো না। ইসলামিক রিপাবলিক কারও হুমকিতে মাথা নত করেনি এবং করবেও না।
যুক্তরাষ্ট্র নিশ্চিত হয়েছে, ইরান পরমাণু অস্ত্র বানাবে না-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এমন মন্তব্যের পরেই রৌহানি নিজেদের অবস্থান জানান দেন।
কেরির বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘আমরা জেনেভায় নিশ্চিত করতে এসেছি যে, ইরানের পরমাণু অস্ত্র নেই। এটাই আমাদের উদ্দেশ্যে। ’
জেনেভায় ইরান ও বিশ্বশক্তির তিন দিনের আলোচনা শেষ হলেও কোনো চুক্তি হয় নি। তবে আলোচনা ইতিবাচক হয়েছে বরে উভয়পক্ষই বলেছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসএফআই/এসআরএস