ঢাকা: ফিলিপাইনের স্মরণকালের ভয়াবহ টাইফুন হাইয়ানের আঘাতের পর সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক বিশ্ব। ত্রাণসহায়তাসহ উদ্ধার অভিযানে কর্মীসহ হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, ফিলিপাইনের আহ্বানের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র হেলিকপ্টার, বিমান এবং সন্ধান ও উদ্ধার অভিযানের যন্ত্রপাতি পাঠাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জরুরি তহবিল থেকে ৩০ লাখ ইউরো ফিলিপাইনের জন্য ছাড় করেছে। দেশটিতে একটি বিশেষজ্ঞ দলও পাঠাচ্ছে ইইউ।
যুক্তরাজ্যের ৠাপিড রেসপন্স ফ্যাসিলিটিও সহায়তা হিসেবে ফিলিপাইনকে দিচ্ছে ৫০ লাখ পাউন্ড এবং জরুরি যন্ত্রপাতি সরবরাহের জন্য ৬০ লাখ পাউন্ড দিচ্ছে। এরই মধ্যে ৪ বিশেষজ্ঞের একটি ব্রিটিশ দল হাইয়ান কবলিত এলাকা পৌঁছেছে।
জাতিসংঘ ফিলিপাইনে তাঁবু, খাদ্য ও ত্রাণ সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার ফিলিপাইনের স্থানীয় সময় ভোর ৫টায় পাঁচ নম্বর ক্যাটাগরির টাইফুন হাইয়্যান আঘাত হানে। এতে ১০ হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটে। বাস্তুহারা হয়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে অনেক বাড়ি-ঘর, স্থাপনা।
চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা ২৪ নম্বর এ ঘূর্ণিঝড়টি রেকর্ড গতিতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসএফআই/এসআরএস