ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মমতার রসিকতায় ১১নং বাস

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩

কলকাতা: পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক উক্তিকে কেন্দ্র করে কলকাতার বাস, ট্রাম, ট্রেন, মেট্রোরেল এমন কি চায়ের দোকানেও চলছে ব্যাপক আলোচনা।  

মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রসিকতা করে ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখছেন, লাগাতার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ পেট্রোলিয়াম মন্ত্রণালয় সম্প্রতি কিছু প্রস্তাব দিয়েছে।



যার মধ্যে ভাবনা রয়েছে- সপ্তাহে একদিন বাস-ডে পালনের কথা। এতে বলা হয়েছে, জ্বালানি বাঁচাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে সকলে বাসে যাতায়াত করবেন।
 
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হালকা রসিকতা করে প্রশ্ন রেখেছেন তাহলে সেদিন এগারো নম্বর বাসেই যাতায়াত নয় কেন?
 
এগারো নম্বর বাসের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এগারো অর্থাত্‍ ১+১, অর্থাত্‍ দুই পা।
 
পোস্টের শেষে তাঁর এই হাল্কা সুরের প্রস্তাব সম্পর্কে  মানুষের মতামতও চেয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।