ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনের পর ভিয়েতনামে হাইয়ানের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
ফিলিপাইনের পর ভিয়েতনামে হাইয়ানের আঘাত

ঢাকা: ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞের পর সুপার টাইফুন হাইয়ান এবার ভিয়েতনামে আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। টাইফুনের আঘাতে ভিয়েতনামে এখন পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।

এর প্রভাবে ভিয়েতনাম জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে সোমবার ভোরো (গ্রিনিচমান সময় ২১০০ ঘণ্টা) ঘণ্টায় ৭৫ মাইল বেগে (১২০ কিলোমিটার) ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে একশ মাইল দূরে পূর্ব দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

ইতোমধ্যে ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ থেকে জানানো হয়।

এদিকে টাইফুনটি দিক পরবির্তন করে চীনের দিকে অগ্রসর হওয়ার চীনের গুয়াংদং ও গুয়াংজি প্রদেশে সর্তকতা জারি করা হয়েছে।

এর আগে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে গত শুক্রবার ভোরে টাইফুন হাইয়ানের আঘাতে ১০ হাজার মানুষের প্রাণহানির কথা জানায় কর্তৃপক্ষ।

রোববার সকালে তাকলোবান শহরের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানান, আমরা প্রদেশটির গর্ভনরের সঙ্গে গত রাতে ঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড়ে ১০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

টাইফুন হাইয়ানের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে লিতি প্রদেশের তাকলোবান শহর।

পাঁচ নম্বর ক্যাটাগরির টাইফুনটি স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় (গ্রিনিচমান সময় বৃহস্পতিবার ২১টায়) ২৭৫ কিলোমিটার বেগে আঘাত হানার পর শনিবার সকালে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, টাইফুনের তাণ্ডবে প্রায় ১২০ জন নিহত হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় ভোরে টাইফুন হাইয়ান সর্বপ্রথম আঘাত হানে দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপ সামারে।

প্রতিবছর ফিলিপাইনে গড়ে ২০টি করে টাইফুন আঘাত হানে। ২০১১ সালে টাইফুন ওয়াশির আঘাতে কমপক্ষে এক হাজার ২শ জন নিহত এবং ৩ লাখ মানুষ ঘরছাড়া হয়। ঝড়ে ১০ হাজারের বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
জেডএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।