ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাছে চড়ার প্রশিক্ষণ পাচ্ছে চীনের নয় পান্ডা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
গাছে চড়ার প্রশিক্ষণ পাচ্ছে চীনের নয় পান্ডা

ঢাকা: গাছে চড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চীনের নয়টি পান্ডাকে। পশু প্রজনন কেন্দ্রে জন্মের পর স্বাভাবিকভাবে বাড়িয়ে তোলার অংশ হিসেবে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

চীনা সংবাদ মাধ্যম ‘গ্যাভিন গ্রে’ জানিয়েছে, সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু’র পশু প্রজনন ও সংরক্ষণ অধিদপ্তর নয়টি পান্ডাকে এ প্রশিক্ষণ দিচ্ছে।

দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাঁশবনে বাস করা সাদাকালো বিড়ালপদী স্তন্যপায়ী প্রাণীগুলো সাধারণত গাছে চড়তে পারলেও চেংদু পশু প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রে জন্ম নেওয়া ন’টি পান্ডা স্বাভাবিক চলাফেরায় অভ্যস্ত হতে পারছে না বলেই এই পদ্ধতি অবলম্বন করছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আশা করছেন, শিগগিরই এই পদ্ধতিতে সফলতা পাবেন তারা।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।