ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে বিধানসভায় ‘না’ ভোট

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, নভেম্বর ১১, ২০১৩
ছত্তিশগড়ে বিধানসভায় ‘না’ ভোট

কলকাতা: ভারতের ছত্তিশগড় রাজ্যের মাওবাদী প্রভাবিত ১৮টি বিধানসভা কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে প্রথমবারের মতো ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে।



কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ। সম্প্রতি বস্তারে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলার পর নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চাইছে না প্রশাসন। ওই হামলায় কংগ্রেসের শীর্ষ নেতা নরেন্দ্র কর্মাসহ নিহত হন ২৫ জন।

এদিকে রোববার রাজনন্দগাঁও এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ২ জওয়ান আহত হয়েছেন।

কেন্দ্রগুলোতে মোট ৪০ হাজার জওয়ান মোতায়েন করা হয়েছে। সঙ্গে রয়েছে  মাওবাদী মোকাবেলায় প্রশিক্ষণপ্রাপ্ত রাজ্য পুলিশের বিশেষ বাহিনীও।

শুধু ভোট কেন্দ্রেই নয় বস্তার, সুকনা, রাজনন্দনগাঁওয়ের সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এসএস/এসএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।