ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানি মন্ত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
ইরানি মন্ত্রীকে গুলি করে হত্যা

ঢাকা: ইরানে শিল্প মন্ত্রণালয়ের এক উপমন্ত্রীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। দেশটির রাষ্ট্রিয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রোববার রাতে রাজধানী তেহরানের পূর্বাঞ্চলীয় একটি উপশহরে উপ-শিল্পমন্ত্রী সফদার রহমতাবাদীর মাথা ও বুকে দু’টি গুলি করে তাকে হত্যা করা হয়।



পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, মন্ত্রীর গাড়িবহরে থাকা কোনো ব্যক্তিই তাকে একেবারে কাছ থেকে গুলি করে হত্যা করেছে।

মন্ত্রীর গাড়ি বহরে কারা ছিল অথবা তিনি কোথায় যাচ্ছিলেন এ ব্যাপারে বিস্তারিত কিছু না বলা হলেও পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।

এছাড়া, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি কেউ।

মাত্র এক সপ্তাহের মধ্যে ইরান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর হামলার দ্বিতীয় ঘটনা এটি। গত বুধবার পাকিস্তান সীমান্তের কাছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি এলাকায় সরকারের একজন শীর্ষস্থানীয় কৌঁসুলিকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

উল্লেখ্য, ইরানের সংস্কারপন্থি প্রেসিডেন্ট হাসান রৌহানি সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রহমতাবাদী প্রচারবিমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।