ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাওবাদী হামলা, গুলির লড়াই ছত্তিশগড়ের ভোটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩

কলকাতা: প্রথম দফার নির্বাচন শুরুর কিছু সময় পরেই  ছত্তিশগড়ে মাওবাদী হামলা। বস্তারের পাখনজুরে শুরু হয়েছে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) এবং আধা সামরিক বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই।



রাজনন্দগাঁওয়ে একটি সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও সেতুটি ভেঙে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে,  কাঙ্কেরের মারপাকানজুতেও মাওবাদীরা আরও একটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গিয়েছে।

ছত্তিশগড়ে ভোট বয়কটের ডাক দিয়েছিলো মাওবাদীরা। হুমকি দিয়েছিলো গ্রামবাসীদের। তবে সেই হুমকি উপেক্ষা করে ভোট দিতে হাজির হয়েছেন অনেক মানুষ।

এর আগেই বস্তার, কোন্ডাগাও, কাঙ্কের, দন্তেওয়াড়া, বীজাপুর, সুকমায় সতর্কতা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের তরফে ছত্তিশগড় সরকারকে জানানো হয়, দুষ্কৃতিরা স্কুল ছাত্রদের পোশাক পরে হামলা চালাতে পারে।

উল্লেখ করা যেতে পারে সোমবার প্রথম দফায় ছত্তিশগড়ের ৮ জেলার ১৮টি আসনে বিধান সভার ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই বুথের সামনে ভোটারদের লম্বা লাইন৷ সকালে রাজনন্দগাঁওয়ে ভোট দেন মুখ্যমন্ত্রী রমন সিংহ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী অলকা মুদলিয়ার। ১৮টি আসনের মধ্যে ১২টি আসনই মাওবাদী অধ্যুষিত এলাকার মধ্যে পড়ায় বুথে বুথে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩  
ভাস্কর/আরআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।