কলকাতা: নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল ১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের। রোববার এই অনুষ্ঠানে হাজির ছিলেন হলিউড,বলিউড,টলিউড এবং দক্ষিণ ভারতের খ্যাতনামা তারকারা।
হাজির ছিলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, বলিউড বাদশা শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিত চট্টোপাধ্যায়, দক্ষিণ ভারতীয় তারকা কমল হাসান ছাড়াও কলকাতার কলাকুশলীরা।
তারকা খচিত এই উদ্বোধনী উৎসব নিয়ে যথেষ্ট উৎসাহ ছিল দর্শক মহলে, গোটা স্টেডিয়াম ছিল পরিপূর্ণ।
যদিও মৃণাল সেন, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত –এর মত বলিষ্ঠ পরিচালকের অনুপস্থিতি এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত অভিনেতার অনুষ্ঠানে হাজির না থাকা ছিল একটু দৃষ্টিকটু।
কলকাতা চলচ্চিত্র উৎসবে ৮ দিনে ৬৩টি দেশের ১৮৯টি চলচ্চিত্র দেখানো হবে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ভারতীয় সিনেমার ১শ’ বছর উৎযাপন।
উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের হাতে একটি রথের প্রতিকৃতি তুলে দেওয়া হয়। নিজের ভাষণে এ সময় বাংলা চলচ্চিত্রের সাথে বাংলা সাহিত্যের যোগাযোগের কথা মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন।
কমল হাসান এবং শাহরুখ খান তাদের ভাষণে চলচ্চিত্রের সামাজিক প্রভাবের কথা মনে করিয়ে দেন।
এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী ও কলাকুশলীদের জন্য চিকিৎসা বীমার ঘোষণা করেন। এছাড়া পদ্মভূষণ প্রাপ্ত কলাকুশলীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা সরকার করবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ১১,২০১৩
ভাস্কর/আরআই/আরআইএস